বনভোজনে দুই গোষ্ঠীতে মারধর, গুরুতর এক ব্যক্তি

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ বনভোজনে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘষে উত্তপ্ত হয়ে উঠে সদর উত্তরের এয়ারপোর্ট থানাধীন তুফানিয়া লুঙ্গা এলাকায়৷ স্থানীয় গ্রীণ টাচ পিকনিক স্পকে ছুটির দিনে বনভোজনে যায় বেশ কয়েকটি গোষ্ঠী৷ মদমত্ত অবস্থায় দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকার রাকেশ ভৌমিক নামের এক ব্যক্তিকে বেধরক মারধর করেছে সিদ্ধা আশ্রম এলাকার বাসিন্দা সুশান্ত কুমার বনিক নামে এক যুবক৷ বর্তমানে রাকেশ জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সুশান্তকে৷