নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি: মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজে অবস্থিত দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে সোমবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সেন্টারের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন এবং আংশিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতার কারণে ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
পরবর্তীতে খবর পেয়ে মেলাঘর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের লেলিহানশিখা সম্পূর্ণরূপে নেভাতে সক্ষম হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল পর্যন্ত আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট দপ্তর।
—————

