নুনাভাট, ৯ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর কানাডার জনবিরল অঞ্চল নুনাভাট| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮| ভূমিকম্প কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ৫.৪৭ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নুনাভাটে| কম্পনের উত্সস্থল ছিল রেসোলুট থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে| ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
2017-01-09