প্রয়াত কিংবদন্তি অভিনেতা ওম পুরী, শোকাহত চলচ্চিত্র জগত্

om-puriমুম্বই, ৬ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ওম পুরী| শুক্রবার সকালে আন্ধেরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছে তাঁর| চলচ্চিত্র দুনিয়াকে কাঁদিয়ে মাত্র ৬৬ বছর বয়সেই চলে গেলেন তিনি| পদ্মশ্রী ওম পুরীর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে| শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে দেশের রাজনীতিবিদরাও| ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
১৯৫০ সালের ১৮ অক্টোবর হরিয়ানার অম্বালা শহরে জন্মগ্রহণ করেন ওম প্রকাশ পুরী| পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্যাজুয়েট হন ওম পুরী| পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও পড়াশোনা করেন| ১৯৭৩ সালে তিনি এনএসডি পাশ করেন| দীর্ঘ ৪৪ বছরের অভিনয় জীবনে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দু’টি জাতীয় পুরস্কার পান| ওম পুরীকে ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়|

চলে গেলেন ওম পুরী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): চলচ্চিত্র জগতকে কাঁদিয়ে চলে গেলেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ওম পুরী| পদ্মশ্রী ওম পুরীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে দেশের রাজনীতিবিদরাও| ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়| ওম পুরী মারা গিয়েছেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনুপম খের| টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন তিনি|
ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচালক অশোক পণ্ডিতই প্রথম টুইটারে ওম পুরীর মৃতু্য সংবাদ জানান| তিনি জানান, শুক্রবার সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ওম পুরী| তার পরেই টুইটারে একের পর এক বলিউড অভিনেতা, পরিচালকদের প্রতিক্রিয়া আসতে শুরু করে| ওম পুরীর মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন, কমল হাসান, অনিল কাপুর, ক্রিকেটার শচীন তেণ্ডুলকর প্রমুখরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *