চিকিৎসাধীন রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। আজ তাঁর শারিরীক খোঁজখনর নিতে হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

সাংসদের দ্রুত আরোগ্য কামনা করে প্রতিমা ভৌমিক জানান, তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর নিকট তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ—সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন।