নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম । সিলিন্ডার প্রতি ২ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ২ টাকা করে বাড়ায় ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের নতুন দাম হচ্ছে ৪৩৪.৭১ টাকা। গত ৭ মাসে ৮ বার রান্নার গ্যাসের দাম বাড়ল। শেষবার ১ ডিসেম্বর সিলিন্ডার পিছু ২.০৭ টাকা বেড়েছিল। ডিজ়েলের মতো এভাবেই ধীরে ধীরে রান্নার গ্যাস ও কেরোসিনের উপর ভর্তুকি তুলে নিতে চাইছে সরকার।
একইসঙ্গে ফের দাম বাড়ল পেট্রল ও ডিজ়েলের। লিটার পিছু ১.২৯ টাকা দাম বাড়ল পেট্রলের। আর ডিজ়েলের দাম লিটার পিছু বাড়ল ৯৭ পয়সা। আজ মাঝরাত থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।ফলে বিমানের জ্বালানির দামও বাড়ল। প্রতি ১০০০ লিটার জ্বালানিতে ৪,১৬১ টাকা দাম বাড়ানো হল। এর ফলে বিমানভাড়াও মহার্ঘ হবে মত বিশেষজ্ঞমহলের।
2017-01-01