পাটনা, ৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৪২.৩১%। সকাল থেকে ধীরে ধীরে ভোটের গতি বেড়ে গেলেও কিছু জেলায় ভোটদান এখনও মন্থর গতিতে চলছে।
রাজ্যের মোট ১৮টি জেলায় আজ ভোটগ্রহণ চলছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় সর্বাধিক ভোটদানের হার ৪৬.৭৩%, এরপর রয়েছে লখিসরাই (৪৬.৩৭%) এবং বেগুসরাই (৪৬.০২%)।
অন্যদিকে, রাজধানী পাটনা জেলায় ভোটের হার তুলনামূলকভাবে কম। দুপুর ১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে মাত্র ৩৭.৭২%।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। বিকেলের দিকে ভোটদানের হার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

