BRAKING NEWS

কাশ্মীরে ফের সক্রিয় বিক্ষোভকারীরা, নিরাপত্তারক্ষীদের পাথর ছুড়ে আহত তিন

J&Kশ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে ফের সক্রিয় বিক্ষোভকারীরা| শুক্রবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে কাশ্মীরের বিক্ষোভকারীরা| এদিন সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরের ঘটনা| বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী| এই ঘটনায় তিনজন জখম হয়েছে| তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির খবর পাওয়ার পর এদিন সকালে নিরাপত্তা বাহিনী নারিস্তান ও সাম্বুরা এলাকায় তল্লাশি শুরু করে| তল্লাশির পর ফিরে আসার পথে কিছু যুবক নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে| তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *