সূর্যের আলোয় আলোকিত ত্রিপুরা: মুফত বিজলী যোজনায় বিদ্যুৎ উৎপাদন ছুঁয়েছে ৪ মেগাওয়াটের মাইলস্টোন

আগরতলা, ৩০ অক্টোবর: ত্রিপুরার আকাশে সূর্যের আলো এখন কেবল উজ্জ্বলতা নয়, নিয়ে এসেছে নতুন আশার আলোও। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার আওতায় রাজ্যে সৌরশক্তি উৎপাদনে এক ঐতিহাসিক মাইলস্টোন ছুঁয়েছে—বিদ্যুৎ উৎপাদন পেরিয়েছে ৪ মেগাওয়াটের সীমা।

সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১৬,৯৬৫ জন রাজ্যবাসী নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পে। তাদের মধ্যে ১,২১০ জনের বাড়িতে সৌর প্যানেল স্থাপন সম্পূর্ণ হয়েছে। এই প্যানেলগুলো থেকেই প্রতিদিন উৎপাদিত হচ্ছে মোট ৪ মেগাওয়াট বিদ্যুৎ, যা রাজ্যের নবায়নযোগ্য শক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী বহু পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ও করছেন। ইতিমধ্যেই ১৮৭ জন ভোক্তা ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে মোট ৫৩,৫১৪ টাকা আয় করেছেন। এই অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূর্য ঘর মুফত বিজলী যোজনা শুধু রাজ্যের ঘরে ঘরে আলো জ্বালাচ্ছে না, বরং গ্রামীণ ও শহুরে পরিবারের আর্থিক স্বনির্ভরতার পথও খুলে দিচ্ছে। একসময় যেখানে সূর্যাস্ত মানেই ছিল অন্ধকার নেমে আসা, আজ সেই সূর্যই ত্রিপুরার মানুষের জীবনে আলো ও আয়ের উৎস হয়ে উঠেছে।

রাজ্য প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা প্রমাণ করেছে উন্নয়নের আলো শুধু বিদ্যুৎ খুঁটিতে নয়, মানুষের মনেও জ্বলে উঠতে পারে, এক পরিচ্ছন্ন ও স্বনির্ভর ভবিষ্যতের স্বপ্ন হিসেবে।