নয় বনমালীপুরে উৎসাহের সাথে পালিত প্রধানমন্ত্রী মোদীর ১২৭তম ‘মন কি বাত’, উশৃঙ্খল আন্দোলনের বিরুদ্ধে সরব মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৬ অক্টোবর : রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৩ নং ওয়ার্ডের ৪ নং বুথে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেশজুড়ে নানা স্থানে যেমনভাবে এই কর্মসূচি পালিত হয়েছে, তেমনি নয় বনমালীপুরেও বিজেপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, নয় বনমালীপুর মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর মনি মুক্তা ভট্টাচার্যসহ বহু কার্যকর্তা ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তার অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আলোচনা করেন।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাম্প্রতিক সংগঠিত বনধের কিছু ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের সরকার এবং দলের কাছে এই ধরনের উশৃঙ্খল আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলন এইভাবে হতে পারে না। সারা রাজ্যের জনগণ এর বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে।”

মন্ত্রী আরও বলেন, আগের দিন এখন আর নেই। এভাবে উশৃঙ্খলতা তৈরি করে কেউ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ভারত সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে—অর্থনীতি, প্রযুক্তি, পরিকাঠামো থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বান জানান, বিচ্ছিন্নতাবাদী চিন্তা-চেতনা ত্যাগ করে সবাইকে গণতন্ত্রে বিশ্বাস রাখতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত—কিভাবে রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী মোদীর আহ্বানকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাজুড়ে উৎসবের আবহ বিরাজ করে।