আগরতলা, ২১ অক্টোবর:
উদয়পুর দেওয়ালী মেলায় পচা ও নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল থেকে মেলায় আগত দর্শনার্থীদের একাংশের অভিযোগ—বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে পচা ও নোংরা খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত নড়েচড়ে বসে গোমতী জেলার খাদ্য সুরক্ষা দপ্তর।
আজ সকালেই ফুড সেফটি অফিসার এবং দপ্তরের কর্মীরা মেলার একাধিক দোকানে হানা দেন। অভিযানের সময় বেশ কিছু দোকানে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পাওয়া যায় বলে জানান ফুড সেফটি অফিসার। তিনি আরও জানান, যেসব দোকানে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন আরও একটি গুরুতর অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, একাধিক দোকানদার রান্নার কাজে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এটি আইনবিরুদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট বিক্রেতাদের কড়া ভাবে সতর্ক করা হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যদি তারা কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য দপ্তরের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মেলার খাদ্যবিক্রেতাদের ওপর নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

