আগরতলা, ১০ অক্টোবর : শক্তিশালী দেশ, জাতি, সুস্থ শরীর মন ও ভবিষ্যৎ গড়া অন্যতম শক্তিশালী মাধ্যম ক্রীড়া জগত, তা ঐক্য ও সুভ্রাতৃত্বকে মজবুত করে। অত্যন্ত উদ্বেগ ও পরিতাপের বিষয় আজ দেশের ক্রীড়া জগতে অধিকাংশ ক্ষেত্রকেই শাসক বিজেপি কুক্ষিগত করে রেখে রাজনৈতিক লাভালাভকেই গুরুত্ব দিয়ে ব্যবহার করে আসছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত যুব কংগ্রেস ইনচার্জ তথা সর্ব ভারতীয় যুব কংগ্রেস সম্পাদক হারগুন সিং। সাংবাদিক সম্মেলন ছাড়াও সাংগঠনিক বৈঠকে যোগদান করেছেন সর্বভারতীয় যুব কংগ্রেস সম্পাদক।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে একের পর এক অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ ঘটছে। তিনি অভিযোগ করেন, ক্রীড়া জগত যা একসময় ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও সুস্থ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম — আজ তা রাজ্যে পরিণত হয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে।
তিনি আরো বলেন, রাজ্যে অতীতে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ফলে বহু খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু বর্তমানে সেই ইতিবাচক উদ্যোগগুলিকে উপেক্ষা করা হচ্ছে এবং ক্রীড়া পর্ষদকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য।
অভিযোগে বলা হয়েছে, এনএসআরসিসিকে এখন “ব্যবসা কেন্দ্র” হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি শারদ উৎসবের সময় চারদিনব্যাপী ওই কেন্দ্রে জলসা, উদ্দাম নাচগান এবং মদ্যপানের আসর বসেছিল বলে অভিযোগ তোলে যুব কংগ্রেস। এছাড়াও বিয়ের বরযাত্রীদের থাকার জন্য জায়গা ভাড়া দেওয়া সহ নানা আর্থিক লেনদেনের ঘটনা প্রকাশ্যে এসেছে।
প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি এই ঘটনাকে “ন্যাক্কারজনক” বলে আখ্যা দিয়ে ক্রীড়া পর্ষদের অযোগ্য ও অপদার্থ নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, “যেখানে ক্রীড়া ক্ষেত্র হওয়া উচিত ছিল জাতি ও যুব সমাজের গঠনমূলক পথ, সেখানে আজ তা অপসংস্কৃতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।”
যুব কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে — অবিলম্বে ক্রীড়া ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ক্রীড়া পর্ষদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সকল শান্তিপ্রিয় তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, সুস্থ শরীর ও মন গঠনের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন ও সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে।

