ত্রিপুরা সফরে আমিও যাব, হিম্মত থাকলে আটকে দেখাক : মমতা বন্দ্যোপাধ্যায়

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে গর্জে উঠেন মুখ্যমন্ত্রী। তাঁর হুশিয়ারী, ত্রিপুরা সফরে আমিও যাব। হিম্মত থাকলে আটকে দেখাক।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরায় তৃনমূলের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। ওখানে যা চলছে আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের আটকে দিল। প্রিপেইড ট্যাক্সিও নিতে দিল না। বাইকেও যেতে দিচ্ছিল না। আমি বাধ্য হয়ে বলি হেঁটেই যেতে। তারপর তাঁরা হাঁটতে শুরু করে। তাও যদি যেতে না দেয় আমি বলেছিলাম আমিও যাব। হিম্মত থাকলে আটকে দেখাক।

ডবল ইঞ্জিন সরকার প্রসঙ্গে মমতা আরও বলেন, পূর্বে ত্রিপুরায় অভিষেকের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। দোলা সেন, সুস্মিতা দেবের গাড়িতে হামলা হয়েছিল, তখন ডবল ইঞ্জিন কোথায় ছিল,প্রশ্ন তুলেন তিনি। এরা অশান্তিকে প্রশ্রয় দেয়। আগে নিজের ঘরে তাকান।