বাড়ির নির্মাণকাজে দুর্ঘটনা, উপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক, মালিকের নাম গোপন রাখার নির্দেশ

আগরতলা, ১ অক্টোবর: আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় উপর থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক শ্রমিক। দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ, কানাই সর্দারের বাড়িতে নির্মাণকাজ চলাকালীন।

সহকর্মীরা জানান, মালিকের নির্দেশে শ্রমিকরা ওই বহুতল বাড়ির নির্মাণকাজ করছিলেন। সেই সময় একজন শ্রমিক হঠাৎই ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

আহত শ্রমিকের চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শ্রমিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে।

তবে ঘটনা আরও বিতর্কের জন্ম দিয়েছে যখন জানা যায়, আহত শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের মালিক পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন মালিকের নাম প্রকাশ না করা হয়।