শান্তিরবাজার, ২৮ আগস্ট: শান্তিরবাজার জেলা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা। রোগী কে রেফার দেওয়ার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় জিবি হাসপাতালে। এমনই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
এই বিষয়ে শান্তির বাজার জেলা হাসপাতালের এমএস জেএস রিয়াং এর সাথে কথা বললে তিনি জানান বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে পাঁচটি। এর মধ্যে একটি বিকল। অন্য চারটি অ্যাম্বুলেন্স দুটি করে শিফটিং করছে। এজন্য যে দুটি অ্যাম্বুলেন্স ছিল ডিউটিরত অবস্থায় সেগুলো রোগী নিয়ে সকালে চলে গিয়েছে জিবিতে। এর মধ্যে চিকিৎসক দু থেকে তিনজন রোগীকে রেফার করে। এরপর দেখা যায় নেই অ্যাম্বুলেন্স। দুই- আড়াই ঘন্টা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ফ্লোরে শুয়ে রোগী নিয়ে বসে থাকতে হয় পরিবারকে। বাধ্য হয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যায় জিবি হাসপাতালে।
অন্যদিকে হাসপাতালে নেই চিকিৎসক। রোগী নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েছেন পরিজনরা। জানা যায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস নিজের মর্জিমাফিক জেলা হাসপাতাল পরিচালনা এবং বিভিন্ন মহকুমা হাসপাতাল পরিচালনা করছেন বলেও গুরুতর অভিযোগ উঠছে। শান্তিরবাজার জেলা হাসপাতালে অন্য জায়গা থেকে ভালো চিকিৎসক ট্রান্সফার হয়ে আসলে তাদেরকে দু এক সপ্তার মধ্যে অন্য আরেকটি হাসপাতালে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়। যার কারণে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত লোকজনেরা।

