শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে নেই বিদ্যুৎ, পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ১৩ আগস্ট : আজ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় লোকজনেরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। দুরদুরান্ত থেকে আগত লোকজনেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে পরিষেবা না পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন।

জানা গিয়েছে, মহকুমা শাসকের কক্ষে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা থাকার ফলে কক্ষের বাইরে কি হচ্ছে তা সঠিকভাবে বলতে পারছেন না মহকুমা শাসক। একদিকে লোকজনেরা পরিষেবা পাচ্ছেন না। এই ধরনের চিত্র লক্ষ্য করার পর মহকুমা শাসক মনোজ কুমার সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সাধারণ লোকজনেরা। একে তো গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁরিয়ে রয়েছে অপরদিকে কর্মীদের এইধরনের আচরন দেখে সকলে খুবই মর্মাহত হয়ে রয়েছেন।

অভিযোগ, মহকুমা শাসকের কার্যালয়ে একটি জেনারেটার থাকলেও তেল বাঁচানোর জন্য এই জেনারেটার চালু করা হয়না। যদি সঠিক সময়ে জেনারেটার চালু করে আধার সহ গুরুত্বপূর্ন দপ্তর গুলির কাজ চালু রাখা যেতো তাহলে লোকজনেরা অসুবিধার সন্মুখিন হতে হতোনা।