সরকারি হেফাজতে খুন করা হয়েছে নির্দোষ কৈলাশ রায়কে : বিরোধী দলনেতা

আগরতলা, ১ জুলাই : সরকারি হেফাজতে খুন করা হয়েছে নির্দোষ কৈলাশ রায়কে। আজ গোয়ালাবস্তিতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

গোয়ালাবস্তি এলাকার কৈলাশ রায়ের পুলিশে হেফাজতে কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা। আজ গোয়ালাবস্তি এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে, তা আবারো প্রমাণিত হল। দিনের আলোতে বিনা অপরাধে পুলিশ যেভাবে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন গোয়ালাবস্তি এলাকায় বসবাসকারী বিহারী সম্প্রদায়ের জনগণের জমি হাতিয়ে নিতে সচেষ্ট রয়েছে এক ব্যক্তি। পুলিশকে ব্যবহার করে তারা ওই সাধারণ মানুষকে ঘরছাড়া করতে চাইছেন। গোয়ালাবস্তি এলাকার ১১ পরিবারের বিরুদ্ধে কোর্টের নোটিশ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ছিল কৈলাস রায়ের পরিবারও। কৈলাস রায়ের ছেলের অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে তাদের জমি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এরই প্রতিবাদে আদালতের সমন ছিড়ে ফেলেছিল সে। আর তাতেই বাদে বিপত্তি। কৈলাস রায়ের ছেলেকে গ্রেপ্তার করতে আসে এনসিসি থানার পুলিশ। কিন্তু সে পলাতক থাকায় কৈলাস রায়কেই আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও পড়ে তার ছেলে আত্মসমর্পণ করলেও আশ্চর্যজনকভাবে কৈলাস রায়কে মুক্তি দেওয়া হয়নি। তিন দিনের রিমান্ড নিয়ে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। হঘুরাম পড়ছে তো কেন্দ্রীয় সংশোধনাগারী গত ২৯ জুন সকালে মৃত্যু হয় তার।

কৈলাসের রায়ের (৬৫) মৃত্যুকে খুন বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পুলিশে হেফাজতে সরকারি ভাবে তাকে খুন করা হয়েছে। সুঠাম শরীরের এক ব্যক্তি এভাবে কোনদিনই চলে যেতে পারে না। জেল হাজতে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বিরোধীদল নেতা। এদিন গোয়ালাবস্তি এলাকার সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থেকে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।