সুদীপ রায় বর্মণের সরকারি বাসভবনে ভাঙচুরের প্রতিবাদে ধর্মনগর থানা ঘেরাও কংগ্রেসের

আগরতলা, ২৬ জুন : সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে ভাঙচুরের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের কর্মী সর্মথকরা ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। এদিনের মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ধর্মনগর থানার সামনে পৌঁছে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

এদিন এক কংগ্রেস কর্মী বলেন, আদিবাসী, তপশিলি জাতি, ওবিসি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর রাজ্য ও কেন্দ্রীয় শাসক দলের লাগাতার অপমান ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনে হামলার চালিয়েছে বিজেপি জনজাতি মোর্চার কর্মী সর্মথকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জেলা কংগ্রেস কমিটি।