নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): মোদী সরকারের অধীনে বিচ্ছিন্নতাবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে টুইট করে লিখেছেন, “কাশ্মীর উপত্যকা থেকে আরেকটি দুর্দান্ত খবর। হুরিয়তের সঙ্গে যুক্ত আরও দু’টি গোষ্ঠী, যথা জম্মু ও কাশ্মীর তাহরিকি ইস্তেকলাল এবং জম্মু ও কাশ্মীর তাহরিক-ই-ইস্তেকামাত, বিচ্ছিন্নতাবাদ ত্যাগ করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্মিত নতুন ভারতে নিজেদের আস্থা রেখেছে। মোদী সরকারের অধীনে, বিচ্ছিন্নতাবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং ঐক্যের জয় কাশ্মীর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।”
2025-03-27