বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না: এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
বেকারত্বের দিক দিয়ে ত্রিপুরা দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। বেকারদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার বিশেষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে গুরুতর অভিযোগ করেছে এনএসইউআই।

রাজ্যে বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বদলে নিজের ইমেজ বাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে ছাত্র সংগঠন এনএসইউআই – এর তরফ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে।

এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার সেন রবিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ১৪০ জন মেধাবী মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে স্কুটি প্রদানের যে ঘোষণা দিয়েছিলেন তার তীব্র সমালোচনা করার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি তিনি কলেজ পড়ুয়া ১৪০ জন ছাত্রীকে কোটি প্রদান করে কলঙ্ক খোঁচানোর প্রয়াস নিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এনএসইউআই সভাপতি বলেন বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করে এভাবে স্কুটি প্রদান করে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। অবিলম্বে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ সহ শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে এনএসইউআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *