নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে “এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা” – শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে জনজাতিদের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প এবং জনজাতিদের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, বিধায়ক ভগবান দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ জনজাতি নেতৃত্বরা।
এই আলোচনা সভায় দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প জনসমক্ষে তুলে এনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজ। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানটি রাজ্যস্তরে সম্পন্ন হয়েছে। এটি জেলা স্তরে এবং মন্ডল স্তরে জনজাতি নেতৃত্বদের দ্বারা সম্পূর্ণ করা হবে।