গোয়ালিয়র, ১৬ মার্চ (হি.স.): আগুন লাগল মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কমলা রাজা হাসপাতালে। শনিবার গভীর রাতে কমলা রাজা হাসপাতালের লেবার রুমে আগুন লাগে। এসি-তে বিস্ফোরণের জেরে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগা মাত্রই সমস্ত রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
গোয়ালিয়র পৌর কর্পোরেশনের দমকল অফিসার অতিবল সিং যাদব বলেন, “আমি খবর পেয়েছি, লেবার রুমে আগুন লেগেছে, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসি বিস্ফোরণের কারণে এই আগুন লেগেছে,ঘটনার সময় কর্মী, ডাক্তার এবং নার্সরা উপস্থিত ছিলেন এবং তাঁরা জানালা ভেঙে রোগীদের উদ্ধার করেন, অন্যথায় বড় দুর্ঘটনা হতে পারত। কোনও প্রাণহানি হয়নি।”
গোয়ালিয়রের এসডিএম বলেছে, “শীতাতপ নিয়ন্ত্রিত গাইনো ইউনিটে আগুন লেগেছে, সেখানে প্রায় ২২ জন রোগী ছিলেন। প্রথমে রোগীদের উদ্ধার করা হয়, ধোঁয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে… সমস্ত রোগীকে দ্রুত উদ্ধার করা হয়। কোনও আঘাত অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি।”