যাত্রীবাহী ট্রেনে উশৃংখল নেশাগ্রস্ত দুই যাত্রীর তান্ডব, আটক করল পুলিশ

আগরতলা, ১৩ মার্চ : যাত্রীবাহী ট্রেনে উশৃংখল নেশাগ্রস্ত দুই যাত্রীর তান্ডবে আতঙ্কিত যাত্রীরা। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার বিবরনে প্রকাশ, বিলোনিয়া থেকে আগরতলাগামী রেলে দুই নেশাগ্রস্ত ব্যক্তি উশৃঙ্খল তান্ডব শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে। অভিযোগ মদমত্ত অবস্থায় তাদের তাণ্ডবে যথেষ্ট সমস্যায় পড়েন ট্রেনে থাকা মহিলা যাত্রী সহ অন্যান্যরা। অবশেষে বিশালগড় রেল স্টেশনে অভিযুক্ত দুই উশৃঙ্খল যাত্রীকে বিশ্রামগঞ্জ বিশালগড় জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের আটক করে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে জিআরপি থানার আধিকারিকগণ। বিশালগড় থানার পুলিশ বিশালগড় রেলস্টেশন থেকে অভিযুক্ত দুই যাত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, তাদের বাড়ি আগরতলা এডিনগর এলাকায়‌। তাদের নাম নারায়ন দাস ও নিত্য কুমার দত্ত। অভিযুক্তরা অতিরিক্ত নেশাগ্রস্থ অবস্থায় বিলোনিয়া থেকে আগরতলা বাধারঘাট রেল স্টেশনের উদ্দেশ্যে রেলে উঠেন। রেলে থাকা অন্যান্য যাত্রীদের সাথে তারা উশৃংখল আচরণ করতে থাকেন এবং বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। পরবর্তী সময়ে সমস্ত যাত্রীরা অভিযোগ করলে বিশালগড় রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ তাদেরকে নামিয়ে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু নেশাগ্রস্থ অবস্থায় ওই যাত্রীরা কিভাবে ট্রেনে উঠলো সেটাই স্বাভাবিকভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *