আগরতলা, ১৩ মার্চ: চুরাইবাড়ি বন দপ্তর বিপুল পরিমাণ চোরাই কাঠ বাজেয়াপ্ত করেছে। ওই চোরাই কাঠ বোঝাই লরি ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অসম-ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি-কদমতলা রুটে অবৈধভাবে মূল্যবান বনজ কাঠ বহি:রাজ্য অভিযোগ রয়েছে।এনিয়ে অবশ্য ওই সমস্ত এলাকায় রুটিন তল্লাশি জারি রেখেছে বন দপ্তর। এদিকে, বৃহস্পতিবার সকালে কাঠ পাচারকারীরা বন কর্মীদের উপস্থিতি আঁচ করতে পেরে পুরনো রুট বদল করে নিয়েছিল। তারা আজ কদমতলা-পালপাড়া অভিমুখে চোরাই কাঠ বোঝাই টিআর০২এল১৭৯৮ নম্বরের একটি মিনি ট্রাক নিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। কিন্তু মাঝ পথেই গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়।পরে খবর পেয়ে চুরাইবাড়ি বন দপ্তর আধিকারিক সহ পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গাড়ির ভিতরে থাকা প্রায় ১০০ সিএফটি চোরাই বনজ কাঠ বাজেয়াপ্ত করেছে।
এবিষয়ে বন দপ্তরের আধিকারিক অভিজিৎ দাস জানান, গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হবার পর চালক পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। বাজেয়াপ্ত কাঠের বাজার মুল্য দেড় লক্ষাধিক টাকার হবে। এদিকে, গাড়ির সূত্র ধরে বন আইনে মামলা রুজু করে বনবিভাগ তদন্তে নামবে বলে জানান তিনি।