আগরতলা, ১০ মার্চ : দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন খোয়াই ধলাবিল মুন্ডাপাড়া এলাকার বাসিন্দারা। পাইপলাইন, জলের সংযোগ থাকলেও প্রায় বছরখানেক সময় ধরে এলাকায় কোন ধরনের পানীয় জলের যোগান নেই। ঘরে ঘরে রয়েছে সরকারি পানীয় জলের টেপ। কিন্তু সেগুলি দিয়ে জল আসে না। এমনই অভিযোগ এলাকাবাসীর।
পানীয় জলের সমস্যায় এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজ নিজ উদ্যোগে বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে অনেক কষ্ট করে কল বসিয়ে সমস্যা নিবারণের চেষ্টা করছেন।
জলের সমস্যার কারণে তারা সবজি চাষ করতে পারছে না দীর্ঘদিন যাবত বলেও জানান তারা। বহুবার পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত জলের সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন মুন্নাপাড়ার এলাকাবাসীরা।