নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের নীতীশের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নীতীশের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, নীতীশ কুমারের নেতৃত্বে উন্নয়নের নতুন পথে যাত্রা করছে বিহার।
১ মার্চ, শনিবার নীতীশ কুমারের জন্মদিন। এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “বিহারের সফল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে উন্নয়নের নতুন পথে যাত্রা করেছে বিহার। ঈশ্বর তাঁকে সুস্থ ও দীর্ঘায়ু দান করুন।”