নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ ফেব্রুয়ারি:
খোয়াইতে ফের ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। জানা গেছে খোয়াই দক্ষিণ জাম্বুরাস্থিত জাতীয় সড়কের পাশের একটি দোকানের শাটার ভেঙ্গে দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। এই চুরি কান্ডের বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
খোয়াই জুড়ে নিশি কুটুম্বদের দৌরাত্ম বৃদ্ধিতে জনমনে ত্রাস সৃষ্টি হয়েছে। কিছুদিন পরপরই বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ সামনে আসছে। বৃহস্পতিবার গভীর রাতে ফের খোয়াই দক্ষিণ জাম্বুরা স্থিত জাতীয় সড়ক সংলগ্ন এলাকার একটি দোকানের শাটার ভেঙ্গে সর্বস্ব নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে চোরের দল। আজ সকালে স্থানীয় বাসিন্দারা শাটার ভাঙ্গার দৃশ্য প্রত্যক্ষ করে সাথে সাথেই দোকান মালিকে খবর দেয়। দোকান মালিক প্রসেনজিৎ দাস ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরবর্তীতে এই চুরি কান্ডের বিষয়ে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে। ক্রমাগত চোরের উপদ্রব বৃদ্ধিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।