জমির বিনিময়ে চাকরি মামলা : লালু-সহ ৭৮ জনকে সমন আদালতের

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদবকে সমন পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। লালু প্রসাদ ছাড়াও আরও ৭৭ জনকে সমন পাঠিয়েছে আদালত। এছাড়াও তেজ প্রতাপ যাদব ও হেমা যাদবকেও তলব করা হয়েছে। আদালত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দাখিল করা চূড়ান্ত চার্জ সহ তিনটি চার্জশিট গ্রহণ করেছে।

সিবিআই-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ করার পরই মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত লালু-সহ ৭৮ জনকে সমন পাঠিয়েছে। আগামী ১১ মার্চ তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সমন পাঠানো ৭৮ জনের মধ্যে ৩০ জন হলেন সরকারি কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *