বাড়ির মালিকের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে চুরি করে চম্পট দিল চোর

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: বাড়ির মালিকের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে কাজ করতে আসা এক শ্রমিক সোনা গয়না ও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনা আমতলী থানার ফুলতলী পঞ্চায়েতের মতিনগর এলাকায়।

গত কয়েকদিন যাবত বহিরাজ্যের এক যুবক যার নাম লিটন দেব আমতলি থানাধীন ফুলতলী পঞ্চায়েতের মতিনগর এলাকায় মৃত জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে পাকা বিল্ডিং এর কাজ করছিল। একটা সময় সেই বহি:রাজ্যের শ্রমিক লিটন দেব অসহায়ভাবে জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার কাছে আবদার করে কোন জায়গায় ভাড়া থাকার মতো ব্যবস্থা নেই। তাই তার বাড়িতে থাকার ব্যবস্থা করলে অনেক উপকৃত হবে। অবশেষে সেই বহি: রাজ্যের শ্রমিক লিটন দেবের সেই সরলতার কথা বাড়িতে থাকার সুযোগ করে দেন লিটন মিয়া। যথারীতি তার বাড়ির পাশেই একটি ঘরে থেকে তার বাড়ির মধ্যে পাকা বিল্ডিং এর কাজ করছিল।

গতকাল লিটন মিয়া এবং তার পরিবার তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের আলমিরা সম্পূর্ণ ভাঙ্গা। মুহূর্তের মধ্যেই লিটন মিয়া এবং তার স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। তিনি বলেন পাঁচ ভরির অধিক স্বর্ণালংকার, এক লক্ষ ৭০ হাজার নগদ টাকা এবং একটি দামি মোবাইল নিয়ে বহি: রাজ্যের শ্রমিক রাতের অন্ধকারে চম্পট দেয়। পরবর্তী সময়ে লিটন মিয়া এবং তার স্ত্রী একটা সময় কান্নায় ভেঙ্গে পড়ে। কারণ দীর্ঘদিনের পরিশ্রমের সম্পদগুলি তাদের সরলতার সুযোগ নিয়ে পালিয়ে যায় সেই যুবক। পরে আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। এদিকে লিটন মিয়ার স্ত্রী জানান একটি গাছ দিয়ে দ্বিতল পাকা বাড়ির উপরে উঠে জানালার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে সবকিছু নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *