আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: নিজ ঘরে থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সুভাষনগর নাহা পাড়ায় ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, প্রণয়ের জেরে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে সুভাষনগর নাহা পাড়ায় বাসিন্দা সুমন সরকার (১৯) নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে ছিল সুমন। গতকাল রাতে সুমন এবং তার প্রমিকা মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। আজ সকালে নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সুমন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্তের পরই আসল রহস্য বেরিয়ে আসবে মৃত্যুর। সুমনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এলো।

