শনিবার রাতের পর শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন বন্ধ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শিয়ালদা শাখায় সপ্তাহান্তে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হল। রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজের জন্য এই সিদ্ধান্ত।

রেলসূত্রের খবর, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-গেদে, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-রানাঘাট, নৈহাটি-ব্যান্ডেল-সহ প্রচুর ট্রেন বাতিল শনি ও রবিবার।

কোনও কোনও ট্রেনে গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫। আর আপ ট্রেনগুলি শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না।

শিয়ালদা ডিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউন বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *