কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার রাতে পূর্ব যাদবপুর এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন দুই গ্রাহক। পুলিশের কাছে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর ২৫ হাজার টাকা গায়েব। অন্যজনের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে লাখখানেক টাকা বেশ কয়েক দফায় সরানো হয়েছে।
তাঁরা টাকা তুলতে এটিএম কার্ড ব্যবহার করেন। পিন দেওয়ার পরেও টাকা বেরচ্ছে না দেখে এটিএমের ভিতরে দেওয়া টোল ফি নম্বরে ফোন করেন। ফোন তোলেন এক ব্যক্তি। তিনি দুই গ্রাহককে একাধিক নির্দেশ দেন। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানান অপশনে ক্লিক করেন তাঁরা। এই ঘটনার ঘণ্টাখানেক পর দুই গ্রাহকের মোবাইলে একের পর এক টাকা তোলার মেসেজ আসতে থাকে। তাঁরা দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও টাকা।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রতারকরা এটিএমে আগে থেকে স্কিমার বক্স লাগিয়ে রেখেছিল। যার ফলে কার্ড আটকে যায়। কার্ডের তথ্য চলে যায় প্রতারকদের সার্ভারে। বোতামের জায়গায় লাগানো ছোট ক্যামেরার সাহায্যে পিন নম্বরও জানতে পেরে যায় তারা।
অন্যদিকে, এটিএমের গায়ে লাগানো টোল ফ্রি ফোন নম্বরও প্রতারকদের। সেখানে ফোন করলে গ্রাহকদের বিভ্রান্ত করা হয়। পরে কার্ড বেরিয়ে এলেও, একটি ক্লোন কার্ড ততক্ষণে তৈরি। সেই তথ্য নিয়ে টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। পরে সময় বুঝে খুলে নিয়ে যায় স্কিমার বক্স। তারা নিরাপত্তারক্ষীহীন এটিএমগুলিকেই টার্গেট করে বলেই অনুমান।