নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৯ ফেব্রুয়ারি:
এক মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বাইক চুরি করে পালালো চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবার গভীর রাতে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। বাইক মালিকের নাম ইন্দ্রজিৎ সরকার।
ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পান ওনার সংসার প্রতিপালন করা একমাত্র মাধ্যম মটর বাইকটি নেই। চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাইকটি নিয়ে পালিয়ে যায়। বাইকের মালিক রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ খোঁজাখুঁজি করার পর বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে বাইকটি উদ্ধার করতে মাঠে নেমে পড়ে। জানাযায় বিশ্রামগঞ্জ বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট,হিরোইনের ব্যবসা রমরমা।এ সমস্ত নেশাজাতীয় সামগ্রী সেবন করে নেশা কারবারীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন বাড়িঘরে। থালাবাসন থেকে শুরু করে রাবার সিট, বাড়ির মধ্যে যা কিছু পায় তাই চুরি করে নিয়ে যায়। প্রশাসনের কাছে এ সমস্ত নেশাগ্রস্ত চোরদের সনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।