কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): এখনও পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে শুক্রবার বেলা ২টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে। সেখানে আবেদন জানাতে পারবে স্কুল। যারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য আবেদন করবে স্কুল। এরপর রবিবারের মধ্যে কার্ড বাড়িতে পৌঁছে দিতে হবে।
আবেদনের ভিত্তিতে এনরোলমেন্ট হলে রবিবার পর্যন্ত বোর্ডের অফিসে যেতে পারবেন স্কুলের প্রধান শিক্ষকরা৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড।
এদিনই বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে। বোর্ডের আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবেন। যাঁদের অ্যাডমিট কার্ডে ভুল আছে সেগুলির সংশোধন হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে গিয়ে আগামিকাল ও পরশু অ্যাডমিট কার্ড নিতে পারবেন।