আগরতলা, ৩০ ডিসেম্বর : সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে যাবতীয় প্রয়াস গ্রহণ করছে রাজ্য সরকার। বিগত সরকার কিছুই করেনি। বিদ্যালয় রাস্তাঘাট সবকিছুই বেহাল দশা। কিন্তু রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়গুলোকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এর সংস্কার করা হচ্ছে। সোমবার শীতকম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়। এদিন গান্ধীঘাটস্থিত ৩২ নাম্বার ওয়ার্ড এলাকায় হয় এই কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। এছাড়াও এদিন ২০নং ওয়ার্ড এবং ১৬ নং ওয়ার্ড এলাকায় শীত কম্বল তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার ৩২ নম্বর ওয়ার্ডের গান্ধী ঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু:স্থদের মধ্যে বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ঘোলা জলে শিকার করার চেষ্টা করেছে বামেরা। ২০১৮ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা জনগণের হাতের কাছে পৌঁছে দিতে যাবতীয় প্রয়াস গ্রহণ করেছে সরকার। এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন বাম আমলে আগরতলা শহরে  ওভারব্রিজ তৈরি এবং গ্রামাঞ্চলে কিছু কমিউনিটি হল তৈরি করা ছাড়া কিছুই করেনি। স্কুলগুলির অবস্থা খুবই শোচনীয়। রাস্তাঘাট বেহাল। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন কোথাও রাস্তাঘাট খারাপ থাকলে ওই রাস্তার ছবি তুলে  এসডিএম , চিপ সেক্রেটারি ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে হবে। সরকার এগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের স্মৃতি ক্লাব এলাকায় সোমবার কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন দুঃস্থদের হাতে কম্বল তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি দয়া  দক্ষিণ্যের কোন বিষয় নয়। সকলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন একটা সময় ছিল যখন ত্রিপুরাকে কেউ চিনতো না। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট  ইস্ট পলিসি গ্রহণ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে সর্বাধিক গুরুতর করেছেন। তাতে উত্তর পূর্বাঞ্চলের সড়ক, রেল ও আকাশ  টেলিযোগাযোগ ক্ষেত্রে  যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপর নির্ভর করে উন্নয়ন। বর্তমান সরকার পর্যটন কেন্দ্রগুলোকে উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *