নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ নভেম্বর:
সাব্রুমের মৈত্রীসেতু থেকে ২০ নভেম্বর রাজ্য যুবমোর্চার উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ তথা একটি শ্রেষ্ঠ ত্রিপুরা ও উন্নত ত্রিপুরা নির্মাণের বার্তা পৌঁছে দিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত সাত দিনব্যাপী নমো যুব যাত্রা অর্থাৎ বাইক রেলির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা। আজ উত্তর জেলার ধর্মনগর মহকুমার ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেউছড়া, তিলথৈ এ এসে পৌঁছায় এই বাইক রেলি। সেখান থেকে শুরু হয় উত্তর জেলার এই নমো যুবযাত্রা অর্থাৎ বাইক রেলি।
পাশাপাশি ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেউছড়া তিলথৈ এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই উত্তর জেলার নমো যুব যাত্রা। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সম্পাদক শম্ভুলাল চাকমা, জেলা সভাপতি কাজাল দাস, ৫৫বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ প্রমুখ।
এই নমো যুব যাত্রা যুবরাজনগর বিধানসভা থেকে শুরু করে বাগবাসা বিধানসভা হয়ে কুর্তি কদমতলা বিধানসভা হয়ে পুনরায় ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের কালিদীঘির পাড়ে নেতাজি মূর্তির পাদদেশে যুব জমায়েত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।