নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর:
মুঙ্গিয়াকামি থানা এলাকার স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১৪ নভেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার স্বপ্না দেববর্মা অন্য দুই মহিলার সাথে আঠারোমুড়া রেঞ্জের গভীর জঙ্গলে সবজি ও বুনো আলু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিল এবং সে গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গী মহিলা নমিতা দেববর্মা এবং সুক্লা রানী তাকে উদ্ধার করে এবং মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে আসেন। তদানুসারে অস্ত্র আইনের মামলা নথিভুক্ত হয়েছে। ওসি মুঙ্গিয়াকামি পিএস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করে।
তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম অঞ্জন দাস এবং দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তার বিবৃতির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মুঙ্গিয়াকামি থানার ওসি এবং স্টাফ এবং অভিযুক্ত সন্ধিরাম দেববর্মাকে ঘটস্থলে নিয়ে যায় । সেখানে সে পুলিশকে অপরাধের অস্ত্র প্রদর্শন করেন এবং প্রদর্শনের মাধ্যমে অপরাধের দৃশ্য পুনর্গঠন করে দেখায় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ।