BRAKING NEWS

পাইপলাইনে ত্রুটি নেই, তবুও মিলছে না পানীয় জল, রামনগর এলাকায় জল চুরির অনুমান দপ্তরের

আগরতলা, ২ নভেম্বর : দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছেন রাজধানী আগরতলায় রামনগর এলাকার জনগণ। জলের পাইপলাইন রয়েছে। কিন্তু জল মিলছে না। এলাকায় জল আসছে না। ফলে পাইপলাইনের জলের পরিবর্তে আয়রন যুক্ত ডিপ টিউবওয়েলই একমাত্র ভরসা।

রামনগর্বাসীর অভিযোগ নিয়মিত পানীয় জল সরবরাহের জন্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হচ্ছে না।

ঘটনা সম্পর্কে জানা গেছে, দূর্গাপূজার পর থেকেই জলের অভাবে ভুগছেন আগরতলায় রামনগর এলাকার জনগণ। বাড়ি বাড়ি জলের পাইপলাইন থাকলেও জল আসছে না। রাস্তায় থাকা নল থেকেও জল পাচ্ছেন না তাঁরা। বহুবার পানীয় জল ও স্বাস্থ্য বিভাগ দপ্তরে অভিযোগ জানানো হলেও সরবরাহের ব্যঘাতের কারণ খুঁজে পাচ্ছেন না দপ্তরের কর্মীরা। তাদের দাবি লাইনে সমস্যা নেই। টা সত্ত্বেও জল সরবরাহ ব্যাঘাত কেন ঘটছে তা তারা বুঝতে পারছেন না।

রামনগর এলাকার বাসিন্দা জনৈক মহিলা জানান, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগতে হচ্ছে তাঁদের। কোনো বাড়িতেই জল আসছে না। এই সমস্যার জন্য নেতাদের কটাক্ষ করেন তিনি।

এলাকার অন্যান্য জনগণ জানান, পুরনিগমের জলের ট্যাংকারের মাধ্যমে এলাকাবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন রামনগরবাসী।

এদিকে, পানীয় জল ও স্বাস্থ্য বিভাগের  কর্মীরা রামনগর এলাকায় সমস্ত পাইপলাইন পরিদর্শন করে দেখেছেন। তারা জানান, জলের পাইপ লাইনে কোনো সমস্যা নেই। তবুও জল সরবরাহে ব্যাঘাত ঘটছে। এক্ষেত্রে এলাকায়  বিভিন্ন বাড়িতে মোটরের সাহায্যে জল চুরির বিষয়টিকে জলের সরবরাহে ব্যাঘাতের কারণ হিসেবে অনুমান করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *