ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় ও আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন রাজ্যের মেয়ে তথা ভারতের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার। দীর্ঘ ২৫ বছরের ইতি টানলেন অবশেষে দীপা কর্মকার। সেই পাঁচ বছর থেকে শুরু করেছিলেন জিমনাসটিক্স। কোচ সোমা নন্দীর হাত ধরে শুরু করেছিলেন জিমন্যাস্টিক্স দীপা। তারপর বিশ্বেশ্বর নন্দীর কোচিংয়ে এসে অনেক সাফল্য অর্জন করে রাজ্যের এই সোনার মেয়ে দীপা। অবশেষে চোটের সঙ্গে লড়াই করতে করতে এবার অবসরের কথা ঘোষণা করলো দীপা কর্মকার। সোমবার সন্ধ্যায় এই ঘোষণা দিলেন দীপা। এন এস আর সি সি হল ঘরে এখন থেকে তিনি কোচিং করাবেন পরবর্তী জেনারেশনকে।