হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি.স.): মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় (এইচসিএ) আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতার বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। হায়দরাবাদের ইডি দফতরে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা (এইচসিএ)-র সভাপতি ছিলেন আজহার। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রথম বার তাঁকে সমন পাঠাল ইডি। সম্ভবত বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।