নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর: বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্য পুলিশের উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং বনদপ্তরের কর্মীদের যৌথ প্রয়াসে প্রায় ২লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়। প্রথমে খবর ছিল যুবরাজনগরে একটা বিশাল অংশের কাঠ রয়েছে।
কিন্তু পুলিশ অভিযানে যুবরাজ নগর মঙ্গলখালী এবং রাধাপুরের ট্রাই জংশন থেকে প্রায় ১০০ ফুট কাঠ উদ্ধার করা হয়। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানিয়েছেন কাঠগুলিকে জব্দ করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা বের করে আনার চেষ্টা চলছে।