পুণে, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গণেশ বিসর্জনের সময় পুণেতে তিনজনের মৃত্যু হয়েছে ্বলে জানা গেছে। সসুন হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, নয়ন ধোকে (২৭), বিশাল বল্লাল (৩৫) এবং ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তিনটি পৃথক জায়গা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালেই তিনজনের মৃত্যু হয়। তাদের দেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। তারপরই তিনজনের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2024-09-19