মথুরা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। বুধবার রাতে আগ্রা থেকে দিল্লিগামী একটি মালগাড়ির প্রায় ২৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই রেল দুর্ঘটনার জেরে দিল্লি-আগ্রা রুটে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও। রাত থেকেই শুরু হয় রেললাইন মেরামতের কাজ, যা বৃহস্পতিবার দুপুরেও চলছে। মথুরা স্টেশন ডিরেক্টর এস কে শ্রীবাস্তব বলেছেন, লাইনচ্যুত ওয়াগনগুলি সরানোর কাজ চলছে। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।মথুরায় পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, “বুধবার রাত ৮.৪৫ মিনিট নাগাদ আমরা খবর পাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করছে। কেউ হতাহত হননি।” রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রা থেকে দিল্লিগামী একটি মালগাড়ির প্রায় ২৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে।
2024-09-19