দক্ষিণ দিনাজপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা ভারতীয় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক মহিলাসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। যদিও শুভেচ্ছা বার্তা দিয়ে ধৃত দুজনকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, রায়গঞ্জ সেক্টরের অধীন ৬১ তম ব্যাটালিয়ন বিএসএফের বর্ডার আউট পোস্ট (বিওপি) বালুপাড়ার সীমান্তরক্ষীরা পৃথক অভিযানে এক মহিলাসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ধৃত পুরুষ বাংলাদেশি নাগরিকের নাম তন্ময় দেবনাথ (২৪) তবে মহিলার নাম প্রকাশ করা হয়নি। আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদের পর, উদ্ধার হওয়া জিনিসপত্র নিয়ে বিএসএফ পতাকা বৈঠক করে এবং শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করে।
2024-09-18