গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুয়াহাটি মহানগরের কালাপাহাড় (আৰ্যনগর) এলাকার গোপীনাথনগরে ছয়টি বসতবাড়ি ভস্ম হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ির ঘর এবং একটি মসজিদ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গুয়াহাটির বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে একাধিক দমকল কেন্দ্রের অগ্নিনিৰ্বাপক বাহিনী এসে প্রায় তিন ঘণ্টা কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ছয়টি ঘরকে রক্ষা করতে পারেননি দমকলের জওয়ানরা। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগের ফলে হয়েছে বলে পুলিশ এবং অগ্নিনির্বাপক আধিকারিকদের ধারণা।
আজ বুধবার দুপুরের দিকে সংঘটিত আগুনের লেলিহান শিখা লাগোয়া একটি মসজিদকে গ্রাস করে। এতে মসজিদের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সংস্পর্শে এসে চারটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
আগুনে ছয়টি পরিবারের বহু স্বর্ণালঙ্কার, জরুরি নথিপত্র, আসবাবপত্র সহ সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া দুটি ই-রিকশা, একটি মোটরচালিত রিকশা ও পাঁচটি বাই-সাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়দের কাছে জানা গেছে, জনৈক দিলীপ শইকিয়া নামের ব্যক্তির বাড়ি থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। কেননা, অগ্নিকাণ্ডের প্রাক-মুহূর্তে নাকি দিলীপবাবুকে তাঁর স্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন, আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেবেন। তবে সরকারি ভাবে এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।