নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ সেপ্টেম্বর: দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক জন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরবেলা বিশালগড় থানার অন্তর্গত রাস্তারমাথা এলাকায় ৮ নং জাতীয় সড়কে। মারুতি ইকো গাড়ি এবং বেলেনো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনাটি। এতে চালক প্রসেনজিৎ ঘোষ অল্পেতে রক্ষা পেয়েছে। রক্ষা পেয়েছে দুটি গাড়ির মধ্যে থাকা অন্যান্য যাত্রীরাও। এই ঘটনায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।
গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন তারা কমলা সাগর কসবা মায়ের মন্দিরে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। তবে মায়ের আশীর্বাদে বড় ধরনের কিছু হয়নি। প্রসেনজিৎ তার মাথায় আঘাত পেয়েছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।