BRAKING NEWS

বন্যায় কবলিতদের পাশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) বিলোনীয়ার শিক্ষক কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,  ১ সেপ্টেম্বর: বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সাহায্য পৌঁছে দিতে রাস্তায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন।  এই উদ্দ্যোগে পিছিয়ে নেই বামপন্থী অঙ্গ সংগঠনগুলিও। এবারের বন্যায় সর্বস্ব হারিয়ে ফেলা পরিবারগুলিকে রান্নার বাসনপত্র তুলে দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) বিলোনীয়ার শিক্ষক কর্মচারীরা। 

রবিবার সকাল ১১টায়, বি সি নগর ব্লকের অন্তর্গত মাইছড়া, জিরতলী এলাকায় ৬০ পরিবারের হাতে রান্নার বসনপত্র তুলে দেন সমন্বয় কমিটির নেতৃত্বরা। এইদিন মাইছড়া দূর্গাবাড়ী নাটমন্দরে ত্রানশিবিরে উপস্থিত হয়ে এই সামগ্রী বিতরন করেন তারা। সামগ্রী বিতরন কালে সেখানে উপস্থিত হন বিসি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। রাজনৈতিক ভাবে বিরোধী অবস্থানে থাকলেও এইদিন ভিন্ন চিত্র ফুটে উঠে শিবিরে।

কর্মচারী সমন্বয় কমিটির নেতারা রাজনৈতিক শৃষ্ঠাচারের অনন্য নজির গড়ে চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসের হাতেই সামগ্রী বিতরন প্রক্রিয়ার সূচনা করেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস ও কোন সংকোচ না রেখে বাম কর্মচারী নেতাদের সাথে মিলে গোটা ত্রান সামগ্রী প্রদানে সহায়তা করেন।

সমন্বয় কমিটির নেতৃত্বদের মধ্যে ছিলেন, বিভাগীয় সম্পাদক ধীমান চক্রবর্তী,  সভাপতি  জীবন শীল,  সুনীল বৈদ্য,  বিল্পব ভুইয়া,  কর্মচারী নেতা সত্যনারায়ণ চক্রবর্তী, শুভ্রা বৈদ্য সহ অন্যরা। শুধু তাই নয়, গোটা কর্মসূচি সফল ভাবে সম্পর্ন করতে এলাকার বিজেপি নেতারাও সমর্থন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *