মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে সিঙ্গুরের ব্যস্ততা তুঙ্গে

সিঙ্গুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৪ সেপ্টেম্বরে সিঙ্গুরে প্রশাসনিক বৈঠককে ঘিরে সিঙ্গুরের ব্যস্ততা এখন তুঙ্গে| জানা mamata bannerjeeগিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তার জেরেই বিডিও অফিসসহ বিভিন্ন দফতরের দেওয়াল রং করার কাজ চলছে| সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে জেলার প্রশাসনিক বৈঠক হবে| এজন্য সেখানে বসানো হচ্ছে বাতানুকূল যন্ত্র| পাশাপাশি অতিথি ও সংবাদমাধ্যমের বসার জন্য পঞ্চায়েত সমিতির সামনেই চলছে প্যান্ডেল তৈরির কাজ|
দ্বিতীয়বার মন্ত্রিসভা গঠন করে এই প্রথম সিঙ্গুরে জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী| এর আগে এখানেই দুবার জেলার প্রশাসনিক বৈঠক হয়েছে| ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১২ সালে দুবার সিঙ্গুরেই বসেছিল জেলার প্রশাসনিক বৈঠক| সূত্রের খবর, দলের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্বরেই সিঙ্গুর দিবসের ডাক দেওয়া হয়েছে| ওইদিন বেলা দুটো থেকে তিনটে পর‌্যন্ত প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জনসভা করবেন সাহানাপাড়ায়| জনসভা মঞ্চ থেকেই কন্যাশ্রী প্রকল্পের সাইকেল প্রদান করবেন তিনি| সেই জন্য সমিতির একপাশে জোরকদমে চলছে সাইকেল তৈরির কাজ|