টিএসজেসি-র সদস্য সুশান্ত দাসের স্মরণসভা অনুষ্ঠিত 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য সুশান্ত দাস গত ৯ আগস্ট প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিতে আজ, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় আগরতলা প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ, বর্ষীয়ান সদস্য মণিময় রায় সহ অন্যান্য  সদস্যরা। একে একে প্রত্যেকেই নিজেদের শোক জ্ঞাপন করলেন প্রয়াত সুশান্ত দাসের প্রতি। বেশ কিছু স্মৃতি সকলেই তুলে ধরলেন এই স্মরণ সভায় প্রত্যেকেই। শুরুতে সুশান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। টি এস জে সির তরফে প্রয়াত সুশান্ত দাসের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *