বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের সাহায্যে হাত বাড়িয়ে দিল রেডক্রস সোসাইটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: বন্যা ত্রানে এগিয়ে এলো রেডক্রস সোসাইটি। শহর দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল তুলে দেয়  এবং স্বাস্থ্য শিবির সংঘটিত করা হয়। 

রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের একার পক্ষে  তা সম্ভব নয়। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়। মুখ্যমন্ত্রী সকলকে বন্যা ত্রাণে  এগিয়ে আসার আহবান রেখেছেন । সেই অনুযায়ী বন্যা ত্রাণে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব ও সংস্থা।

আজ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি রাজ্য শাখার  শহর দক্ষিণাঞ্চলের যুবক সংঘ ক্লাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল তুলে দেয়। পাশাপাশি আয়োজন করে একটি স্বাস্থ্য শিবিরের। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আগরতলা শাখার কোষাধ্যক্ষ  তথা কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রেডক্রস সোসাইটির অন্যান্য সদস্য সহ ক্লাবের সদস্যরা।

বন্যা ত্রাণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান মেয়র। পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *